১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ফরিদপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ণ
ফরিদপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Manual8 Ad Code

পাবনা জেলা প্রতিনিধি।

Manual4 Ad Code

পাবনা জেলার ফরিদপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আপোষহীন নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

০৪ ঠা জানুয়ারী রবিবার বিকাল ৪ টায় ফরিদপুর পৌর মুক্তমঞ্চে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপি,পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল,কৃষকদল,স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

Manual7 Ad Code

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন গণতন্ত্র প্রতিষ্ঠার তার অবদান এবং দেশ ও জাতির জন্য তার ত্যাগের কথা স্মরণ করা হয়।

Manual7 Ad Code

এ সময় তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় আলেমরা। অনুষ্ঠানে বক্তারা বলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তারা মরহুমার আদর্শ অনুসরণ করে দলকে আরো সু সংগঠিত করার আহ্বান জানান। দোয়া মাহফিলটি তাবারক বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code