১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

দারুল ইরফান একাডেমিতে বার্ষিক ফলাফল ঘোষণাও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

admin
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৫, ১১:৫৮ অপরাহ্ণ
দারুল ইরফান একাডেমিতে বার্ষিক ফলাফল ঘোষণাও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Manual2 Ad Code
চট্টগ্রাম : চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইরফান একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গত ২৯ ও ৩০ ডিসেম্বর ২০২৫ ইং সকাল ১০ ঘটিকায় চট্টগ্রামের দারুল ইরফান একাডেমিতে বালক ও বালিকা শাখার দুইদিন ব্যাপী বার্ষিক ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান একাডেমির অধ্যক্ষ মোঃ কেফায়েত উল্লাহর সভাপতিত্বে সাংস্কৃতিক শিক্ষক নুরুল ইসলাম ও মাওলানা জসিম উদ্দিনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমির ভারপ্রাপ্ত সেক্রেটারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর মাওলানা মুহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের ডিরেক্টর মোহাম্মদ মামুনুর রশিদ, দারুল উলুম কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ওবায়দুল্লাহ আল বাকি। আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ডঃ মওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। একাডেমির চিপ কোন অর্ডিনেটর মোঃ নুরুল ইসলাম।
অভিভাবকদের মধ্য হতে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার ইয়াকুব, হারুনুর রশিদ চৌধুরী , মাওলানা আবুল ফয়েজ ও হাফেজ মাওলানা আবু তাহের, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মাওলানা মমতাজুর রহমান, একাডেমির ভাইস প্রিন্সিপাল মিসেস হাসিনা ইয়াসমিন প্রতিষ্ঠানের বালক ও বালিকা শাখার শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও অভিভাবিকা বৃন্দ। একাডেমির বালক ও বালিকা শাখার সকল শ্রেণির প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী মোট ১১১ জনকে কে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়।
এবছর স্টুডেন্ট অফ দ্যা ইয়ার নির্বাচিত হন যথাক্রমে সৈয়দ আহনাফ হোসেন, নাদরাতুন নাঈম জুমানা ও তাউজুল হাসান খান।প্রোগ্রাম শেষে সকলকে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দারুল ইরফান একাডেমি কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সকল শিক্ষার্থী অভিভাবক শিক্ষকমন্ডলীকে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ২০২৬ সাল থেকে বালক শাখা সম্পূর্ণ পৃথক বিল্ডিংয়ে স্থানান্তর হবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে দারুল ইরফান একাডেমিতে বালোক শাখায় আরো বেশি শিক্ষার্থী ভর্তি করানোর সুযোগ সৃষ্টি হবে ইনশাআল্লাহ।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code