২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৭ হিজরি

লংগদু জোনের উদ্যোগে রাঙামাটির শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

admin
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৫, ০৫:২৯ অপরাহ্ণ
লংগদু জোনের উদ্যোগে রাঙামাটির শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি

পার্বত্য এলাকায় শীতের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পৌষের কনকনে শীতে কর্মজীবী ও অসহায় মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন।

Manual7 Ad Code

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় রাঙামাটির লংগদু উপজেলায় মাইনীমুখ আর্মি ক্যাম্প সংলগ্ন হেলিপ্যাড মাঠে খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Manual4 Ad Code

এ সময় দুই শতাধিক অসহায় পাহাড়ি ও বাঙালি দরিদ্র মানুষের মাঝে কম্বল, জ্যাকেট, প্যান্টসহ বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করা হয়।

Manual4 Ad Code

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোরশেদ এসপিপি, পিএসসি।

Manual8 Ad Code

এছাড়া উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফসহ অন্যান্য সেনা কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোরশেদ বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় লংগদু জোন শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তা তাদের শীতকালীন কষ্ট অনেকটাই লাঘব করবে বলে জানান।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code