২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৭ হিজরি

‘এশিয়ার বৃহত্তম’ স্বর্ণভাণ্ডারের খোঁজ মিললো চীনের সমুদ্রতলে!

admin
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৫, ০৫:২৩ অপরাহ্ণ
‘এশিয়ার বৃহত্তম’ স্বর্ণভাণ্ডারের খোঁজ মিললো চীনের সমুদ্রতলে!

Manual8 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

চীন প্রথমবারের মতো সমুদ্রতলে স্বর্ণভাণ্ডারের খোঁজ পাওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির শানডং প্রদেশের ইয়ানতাই শহরের লাইঝৌ উপকূলের কাছে এই স্বর্ণভাণ্ডার আবিষ্কৃত হয়েছে। কর্তৃপক্ষের দাবি, এটি এশিয়ার সবচেয়ে বড় সমুদ্রতলের স্বর্ণভাণ্ডার হতে পারে।
সাউথ চায়না মর্নিং পোস্ট সম্প্রতি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

Manual5 Ad Code

এই আবিষ্কারের ফলে লাইঝৌ অঞ্চলে প্রমাণিত মোট স্বর্ণের মজুত বেড়ে দাঁড়িয়েছে ৩,৯০০ টনের বেশি, যা চীনের মোট স্বর্ণ মজুতের প্রায় ২৬ শতাংশ। ইয়ানতাই সিটি সরকার এক সম্মেলনে এ তথ্য প্রকাশ করেছে। তবে সমুদ্রতলে আবিষ্কৃত নতুন স্বর্ণভাণ্ডারটির সুনির্দিষ্ট আকার জানানো হয়নি।
এই তথ্য অনুযায়ী, লাইঝৌ এখন চীনের মধ্যে স্বর্ণের মজুত ও উৎপাদন দুই ক্ষেত্রেই শীর্ষস্থানে রয়েছে।

Manual3 Ad Code

বিশ্লেষকদের মতে, এই আবিষ্কার চীনের স্বর্ণ অনুসন্ধান সক্ষমতায় একটি বড় অগ্রগতি এবং ইঙ্গিত দিচ্ছে যে দেশটির মোট স্বর্ণ মজুত আগের ধারণার চেয়ে অনেক বেশি হতে পারে।
গত মাসে উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে ১,৪৪৪.৪৯ টন মজুতের একটি ‘সুপার-লার্জ’ স্বর্ণভাণ্ডার আবিষ্কারের ঘোষণা দেয় দেশটি। প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের মতে, ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর এটিই সবচেয়ে বড় একক স্বর্ণভাণ্ডার।

এর আগে নভেম্বরে, শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের পশ্চিম সীমান্তের কাছে কুনলুন পর্বতমালায় এক হাজার টনের বেশি সম্ভাব্য মজুতসম্পন্ন আরেকটি স্বর্ণভাণ্ডারের সন্ধান পাওয়া যায়।
২০২৩ সালের নভেম্বরে শানডং প্রদেশ জানায়, তারা চীনের মোট স্বর্ণ মজুতের প্রায় এক-চতুর্থাংশ শনাক্ত করেছে। এর মধ্যে জিয়াওদং উপদ্বীপে অবস্থিত ৩,৫০০ টনের বেশি স্বর্ণ রয়েছে, যা বিশ্বের তৃতীয় বৃহত্তম স্বর্ণখনি বেল্ট হিসেবে পরিচিত।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code