২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৭ হিজরি

গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে ই-ট্রাফিক প্রসিকিউশন ও জরিমানা আদায় সহজিকরণে POS মেশিন বিষয়ক প্রশিক্ষণ

admin
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৫, ০৯:২৪ অপরাহ্ণ
গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে ই-ট্রাফিক প্রসিকিউশন ও জরিমানা আদায় সহজিকরণে POS মেশিন বিষয়ক প্রশিক্ষণ

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি।

ই-ট্রাফিক প্রসিকিউশন ও জরিমানা আদায় প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার লক্ষ্যে গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে POS মেশিন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

বুধবার গাইবান্ধা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে গাইবান্ধা জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শরীফ আল রাজীব, পিপিএম।

Manual6 Ad Code

প্রশিক্ষণ কর্মশালায় জানানো হয়, পূর্বে গাইবান্ধা জেলাসহ দেশের বিভিন্ন মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে প্রসিকিউশন প্রদান করলে ট্রাফিক পুলিশ ব্যবহৃত POS মেশিন ও সফটওয়্যারের মাধ্যমে শুধুমাত্র UCB ব্যাংকের ‘উপায় (upay)’ অ্যাপ ব্যবহার করে জরিমানা পরিশোধ করা যেত।

এতে ভুক্তভোগীদের উপায় অ্যাপের এজেন্ট পয়েন্ট খুঁজে বের করতে গিয়ে বিভিন্ন ধরনের ভোগান্তির সম্মুখীন হতে হতো।

Manual5 Ad Code

বর্তমানে POS মেশিনের সফটওয়্যার আপগ্রেড করা হয়েছে। ফলে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত বাংলা কিউআর (Bangla QR) ব্যবহার করে তাৎক্ষণিকভাবে খুব সহজে জরিমানার টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছে।

Manual6 Ad Code

এই আপগ্রেডের মাধ্যমে বিকাশসহ বিভিন্ন মোবাইল ওয়ালেট, ২১টি অনলাইন ব্যাংকিং অ্যাপ, দেশের প্রায় সব ব্যাংকের ভিসা, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ অব বাংলাদেশ (NPSB)-এর আওতাভুক্ত মোট ৫৬টিসহ সর্বমোট ৭৮টি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ট্রাফিক প্রসিকিউশন জরিমানা পরিশোধ করা যাবে।
এছাড়া আদায়কৃত সকল জরিমানার অর্থ কমিউনিটি ব্যাংকের কিউ-ক্যাশ (Q-Cash) পেমেন্ট চ্যানেল ব্যবহার করে যথাযথ প্রক্রিয়ায় সরাসরি সরকারি কোষাগারে জমা হবে। এর ফলে অধিকাংশ ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস আটক রাখার প্রয়োজনও থাকবে না বলে জানানো হয়।

কর্মশালায় টিআই (প্রশাসন), গাইবান্ধা, POS মেশিন ব্যবহারকারী পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code