বিশেষ প্রতিনিধি
আজ (২২ ডিসেম্বর, ২০২৫) বিকেলে মাটিরাঙ্গার নতুনপাড়া মাদরাসায় শহিদ শরিফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় এক স্মরণ সভা ও দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।আল-মাসিদ ফাউন্ডেশন ও মাটিরাঙ্গা ব্লাড ডোনারস ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এই পবিত্র অনুষ্ঠানে প্রায় শতাধিক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মাদ্রাসার হেফজ ও এতিম শিক্ষার্থীরা, শিক্ষকবৃন্দ এবং আয়োজক দুই সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আসরের নামাজের পরপরই শুরু হওয়া এই আয়োজনে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং মিলাদ পাঠ করা হয়।
মানবতা লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়ে এবং দ্রুত বিচারের দাবি জানিয়ে আয়োজকরা বলেন, একটি স্বাধীন রাষ্ট্রে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের কর্তব্য। দোয়া ও মিলাদ শেষে উপস্থিত সবার মাঝে বাতাসা মুড়ি বিতরণ করা হয়। বাতাসা মুড়ি বিতরণের অন্যতম কারণ হিসেবে জানায়, হাদী সবসময় তার প্রোগ্রামে বাতাসা মুড়ি বিতরণ করতো।
এছাড়া সংগঠনের পক্ষ থেকে আরো জানায়, দিবালোকে একজন নাগরিককে গুলি করে হত্যার মাধ্যমে চরমভাবে মানবতা লঙ্ঘিত হয়েছে। একটি স্বাধীন রাস্ট্রে সরকারকে অবশ্যই প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রতিটি মানবতা বিপন্ন হওয়া কর্মকান্ডের জন্য তিব্র নিন্দা জানাই, এবং দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।
Sharing is caring!