১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গাইবান্ধার মুখ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রফিকুল ইসলাম সুরুজ আর নেই।

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ণ
গাইবান্ধার মুখ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রফিকুল ইসলাম সুরুজ আর নেই।

বিশেষ প্রতিনিধি।

গাইবান্ধা থেকে প্রকাশিত ‘দৈনিক গাইবান্ধার মুখ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং গাইবান্ধা প্রেস ক্লাবের সাবেক সদস্য ও মায়া ক্লিনিকের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম সুরুজ অসুস্থতা জনিত কারণে ইন্তেকাল করেছে।

শহরের ভিএইড রোডস্থ বাসায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাদ আছর গাইবান্ধা পৌর গোরস্থান মসজিদে তার নামাজে শেষে তাকে দাফন সম্পন্ন করা হয়।

এদিকে; সাংবাদিক রফিকুল ইসলাম সুরুজের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ব্যবসায়ী মহল গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

Sharing is caring!