১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ।

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৫, ১২:০৩ অপরাহ্ণ
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ।

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি,

Manual4 Ad Code

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তার বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবরে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ দায়ের করেছেন সংরক্ষিত মহিলা আসনের দুই সদস্য।

প্রাপ্র অভিযোগে জানাযায়,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দুস্থ অসহায় নারীদের জন্য ভি ডাব্লিউ বি প্রকল্পের আওতায় বেতাকাপা ইউনিয়নের মোট ২৯১ জন উপকারভোগীর তালিকা চেয়ে ইউপি চেয়ারম্যান বরাবরে পত্র প্রদান করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। সংশ্লিষ্ট ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা পদ অধিকার বলে সংশ্লিষ্ট ওয়ার্ডের সভাপতি হওয়ায় তাদের উপস্থিতে সভা আহবান ও তালিকা প্রস্তুত করার নির্দেশনা রয়েছে। কিন্তু ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা কোন সভা আহবান না করে সংরক্ষিত মহিলা সদস্য মাজেদা বেগম, রওশন আরা বেগমের স্বাক্ষর জাল ও তাদের তালিকা গ্রহন না করে ভি ডাব্লিউ ডি প্রকল্পের চুড়ান্ত তালিকা উপজেলা মহিলা বিষয়ক অফিসে দাখিল করেন। ফলে ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের ৩ জন সদস্য সহ মোট ৫ জন সদস্যকে ওই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে।ফলে প্রকৃত সুবিধাভোগীর এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে বলে দাবি করা হয়। ঘটনার প্রতিকার চেয়ে ওই দুই নারী সদস্য জেলা প্রশাসক বরাবরে স্বাক্ষর জালিয়াতির লিখিত অভিযোগ দাখিল করেছেন।

Manual3 Ad Code

বিষয়টি তদন্তের জন্য গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কে দায়িত্ব প্রদান করলে,উপজেলা নির্বাহী অফিসার তদন্তের দায়িত্ব উপজেলা সহকারী কমিশনার ভুমি আল ইয়াসা রহমান তফাদারের নিকট হস্তান্তর করেন। ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা বলেন,বিষয়টি ডিডি এলজি স্যার জানে,স্বাক্ষর জালিয়াতির বিষয়ে ইউএনও, ডিসি আমার কিছু করার ক্ষমতা রাখে না।স্বাক্ষর জাল প্রমানিত করতে হলে মহাখালি যেতে হবে।

Manual3 Ad Code

তদন্ত কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার ভুমি আল ইয়াসা রহমান তাপাদার বলেন খুব শীঘ্রই নোটিশ নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করবো।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code