৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পারলক্ষীপুর গ্রামের প্রধান সড়কে কাদা; চরম দুর্ভোগে এলাকাবাসী

admin
প্রকাশিত আগস্ট ৯, ২০২৫, ০২:৪৩ অপরাহ্ণ

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট(বগুড়া)ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের পারলক্ষীপুর গ্রামের একমাত্র প্রধান চলাচলের রাস্তা কাদা মাখানো ও কর্দমাক্ত অবস্থায় পরিণত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে এই দুরবস্থার মাত্রা আরও বেড়েছে।

Manual6 Ad Code

স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তা দিয়েই প্রতিদিন গ্রামের শত শত মানুষ স্কুল, কলেজ, হাটবাজার ও জরুরি প্রয়োজনে চলাচল করে থাকেন। তবে সামান্য বৃষ্টি হলেই রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। হাঁটতে গিয়েও পা পিছলে পড়ে যাওয়ার ঘটনা ঘটছে নিয়মিত। বিশেষ করে স্কুলপড়ুয়া শিক্ষার্থী ও বৃদ্ধ-বৃদ্ধারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এলাকাবাসী রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ করছে।

গ্রামের বাসিন্দাদের অভিযোগ, “এই রাস্তাটার অবস্থার কথা বহুবার জনপ্রতিনিধিদের জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।”

Manual5 Ad Code

এলাকাবাসীর দাবী, দ্রুত এই রাস্তার সংস্কার কাজ শুরু না হলে বর্ষা মৌসুমে তাদের জীবন-যাপন আরও দুর্বিষহ হয়ে উঠবে।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code