১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

দর্শনা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন

Sheikh Titumir
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ণ
দর্শনা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন

চুয়াডাঙ্গা থেকে বিশেষ প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ১০ এপ্রিল ২০২৫ তারিখ রাত ১১:৪০ ঘটিকায় দর্শনা থানাধীন পাঠানপাড়া গ্রামস্থ পাঠানপাড়া টু ইসলাম বাজারগামী সুগন্ধ্যা মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ জসিম মিয়া (৪০), পিতা-মৃত টুকু মিয়া, মাতা-রোকেয়া বেগম, গ্রাম-শান্তিপাড়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গার হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৫২ (বায়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ তালিকা মোতাবেক জব্দ করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে জানা যায় গ্রেফতারকৃত আসামী মোঃ জসিম মিয়ার নামে মাদকসহ বিভিন্ন আইনে ২০টির অধিক মামলা রয়েছে।

Sharing is caring!