১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

দর্শনা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ০১ কেজি গাঁজা সহ গ্রেফতার ০২ জন

Sheikh Titumir
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ণ
দর্শনা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ০১ কেজি গাঁজা সহ গ্রেফতার ০২ জন

চুয়াডাঙ্গা থেকে বিশেষ প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব মুহম্মদ শহীদ তিতুমীর এর নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন শান্তিপাড়া গ্রামস্থ ধৃত আসামী মোঃ আঃ হান্নান @ কুটি বাবু (৫০), পিতা-মৃত চাঁন মিয়া এর বসত বাড়ীর আনুমানিক ১০০ গজ সামনে পাঁকা রাস্তার উপর হতে ইং-১১/০৪/২০২৫ তারিখ ২০.৫০ ঘটিকায় আসামী ১। মোঃ আঃ হান্নান @ কুটি বাবু (৫০), পিতা-মৃত চাঁন মিয়া, মাতা-মৃত জোহরা খাতুন, স্ত্রী-আকলিমা খাতুন, ২। মোছাঃ চম্পা খাতুন @ চনচল (২৭), পিতা-মৃত পিয়ার আলী, মাতা-মোছাঃ সোনা বানু, স্বামী-মোঃ মনিরুল ইসলাম, উভয় সাং-শান্তিপাড়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়ের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ০১ (এক) কেজি গাঁজা, মূল্য অনুমান ৩০,০০০/- (তিশ হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মোতাবেক জব্দ করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

Sharing is caring!