১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উলিপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

admin
প্রকাশিত মার্চ ২৪, ২০২৫, ১০:০০ অপরাহ্ণ
উলিপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

মোঃ শাহজাহান খন্দকার,স্টাফ রিপোর্টার- কুড়িগ্রাম::

কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বরিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা চত্বরে, তবকপুর ইউনিয়নবাসীর আয়োজনে, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উপজেলার তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমানকে অপসারণ করে প্রশাসক ও প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টা ব্যাপি মানববন্ধনে বিভিন্ন ওয়ার্ড থেকে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, সোহেল রানা, বকুল মিয়া, রিপন মিয়া, ছাইফুল ইসলাম, মাহফুজার রহমান, সাদেকুল ইসলাম, মাজেদ মিয়া প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিভিন্ন দুর্নীতি ও চাঁদাবাজির অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর হতে অদ্যাবধি ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় পরিষদের সকল কার্যক্রমে জন দূর্ভোগ ও হয়রানির স্বীকার হচ্ছে জনগণ। এ সকল ভোগান্তি থেকে মুক্তির জন্য তাকে অপসারণ করে দ্রুত প্রশাসক ও প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন দুর্নীতি ও চাঁদাবাজির অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানের অপসারণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে এলাকার কয়েক শত নারী ও পুরুষ অংশগ্রহণ করে।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি নিয়মিত ইউনিয়ন পরিষদে আসতেছি ও পরিষদের সকল কর্যক্রম ঠিকমতো পরিচালিত হচ্ছে। কিছু স্বার্থান্বেষী মহল আমার নিকট আসন্ন ঈদ উপলক্ষে মোটা অংকের ভিজিএফের চালের কার্ডের অংশ দাবি করেন। তাদের চুক্তিতে রাজি না হওয়াতে আমার বিরুদ্ধে এমন অপপ্রচার করছে।

Sharing is caring!