 
ডেস্ক রিপোর্ট (রংপুর),
রংপুর প্রেসক্লাবের সদ্য ঘোষিত ১০৫ সদস্যের তালিকায় অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ উঠেছে।
বৈষম্যবিরোধী সাংবাদিক আন্দোলনের নেতারা দাবি করেছেন, তালিকা বাতিল করে নতুনভাবে প্রকৃত সাংবাদিকদের অন্তর্ভুক্ত করতে হবে। ১৯ অক্টোবর প্রেসক্লাব কার্যালয়ে সভায় এই অভিযোগ তুলে তারা কার্যক্রম বন্ধের দাবি জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম বলেন, প্রমাণসহ তালিকা দিলে প্রশাসন যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এবং অপেশাদার সাংবাদিক দের তালিকা সহ বৈষম্যবিরোধী পেশাদার সাংবাদিক দের তালিকা প্রেরণ করলে,প্রয়োজনে নতুন করে যাচাই কমিটি গঠণ করে তাদের সদস্য অন্তর্ভুক্ত করা হবে।
জ্যেষ্ঠ সাংবাদিকরা মনে করছেন, স্বচ্ছতার মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা গেলে প্রেসক্লাবের বিশ্বাসযোগ্যতা ও ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠিত হবে।
	
		Sharing is caring!