৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মনপুরায় বজ্রপাত কাঁকড়া শিকারীর মৃত্যু সহ ৮ গরু মহিষের মৃত্যু!

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৫, ০৩:১৮ অপরাহ্ণ
মনপুরায় বজ্রপাত কাঁকড়া শিকারীর মৃত্যু সহ ৮ গরু মহিষের মৃত্যু!

মো কামরুল হোসেন সুমন,মনপুরা

ভোলা জেলার মনপুরার আজ ০১ সেপ্টেম্বর ২০২৫ রোজ সোমবার কিকেল ৩ঃ০০ ঘটিকার সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ওঠে।

৩ঃ২০ মিনিটে শুরু হয় আকস্মিক বজ্রপাত ও ঝড়ো বৃষ্টি। প্রায় ৩০ মিনিটের অধিক বজ্রপাতে ৫নং কলাতলী ইউনিয়নের কাজির চরে কাকঁরা শিকার করতে গিয়ে জীবন দাস নামের (৫০)এক শিকারির মৃত্যু হয়। তিনি কলাতলী হিন্দু আবাসনের বাসিন্দা বলে জানা যায়।

এছাড়াও মনপুরার বিভিন্ন জায়গায় ছয়টি গরু ও একটি মহিষ মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ২ নং হাজীর হাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জিয়া উদ্দিনের তিনটি গরুর মৃত্যু হয়। ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোকেশনাল স্কুলের পাশে জাকির ও ইয়াসিন নামের দুই ব্যক্তির দুটি গরু মারা যায়।২ নং হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজার এর ব্যবসায়ী মোঃ শামসুদ্দিনের একটি মহিষ মারা যায়।

৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন,৫নং ওয়ার্ড এর মো জাহাঙ্গীর সিকদার এর ১ টি ও ৩নং ওয়ার্ড এর মো জাকিরের ১ ট বড় গুরু মারা যায় বলে জানান দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক জনস্বাস্থ্য প্রকৌশলী মো আশরাফ হোসন। মানুষ ১ জন ও মোট আট টি গরু ও মহিষ মারা গিয়েছে বলে জানান তিনি। এ নিয়ে দ্বীপের সকল বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

অনেকে জানিয়েছেন তীব্র বজ্রপাতের শব্দে নারী ও পুরুষের মাঝে হতাশা ছড়িয়ে পড়েছে স্থানীয়রা জানান অবিলম্বে মানুষকে সচেতন করতে প্রশাসনের উদ্যোগ নেয়া জরুরী বলে মনে করছে সচেতন মহল।

Sharing is caring!