৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কালীবাড়ী বাজারে অবৈধ দখল উচ্ছেদ।

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৫, ১১:৪৮ অপরাহ্ণ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কালীবাড়ী বাজারে অবৈধ দখল উচ্ছেদ।

বিশেষ প্রতিনিধি।

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার কালীবাড়ী বাজারে অবৈধভাবে নির্মিত ঘর উচ্ছেদ করেছে পৌর প্রশাসন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে পৌর প্রশাসক আল ইয়াসার রহমান তাপদারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সম্প্রতি রাতের আঁধারে কালীবাড়ী বাজারের পান ও চুন হাটিতে অজ্ঞাত ব্যক্তিরা অবৈধভাবে ঘর নির্মাণ করে বসবাস শুরু করে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পান ব্যবসায়ী শ্রী রিপন ও সাইফুল, সুপারি ব্যবসায়ী সবুজ, আবুবক্কর সিদ্দিক ও আঃ রশিদ এবং চুন ব্যবসায়ী নরেশ ও সামছুল গত ২৪ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করলে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে।

অভিযান চলাকালে পৌর প্রশাসক আল ইয়াসার রহমান তাপদার সাংবাদিকদের বলেন, “শুধু এই হাটিতেই নয়, পৌর এলাকার যেখানেই অবৈধ দখল হয়েছে, আগামী রবিবারের মধ্যে স্বেচ্ছায় দখলমুক্ত না হলে সেখানে ও উচ্ছেদ অভিযান চালানো হবে।” পৌর প্রশাসনের এই পদক্ষেপে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন।

Sharing is caring!