
বিশেষ প্রতিনিধি।
গাইবান্ধায় পেশাগত দায়িত্ব পালনকালে নারী সংবাদকর্মীর সাথে জেলা বারের আইনজীবী গৌতম কুমার চক্রবর্তী বিশুর অশোভন আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
এউপলক্ষে মঙ্গলবার(১৯ আগস্ট ২০২৫)দুপুর ৩টায় গাইবান্ধা প্রেসক্লাব(কাচারি বাজার)মিলনায়তনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সভায় প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন,সহ-সভাপতি আ.স.ম.রেজাউন্নবী রাজু,খালেদ হোসেন,শফিউল ইসলাম,সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রোকনুজ্জামানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন,আদালত প্রাঙ্গণে তথ্য সংগ্রহ করতে গেলে কোনো সংবাদকর্মীর সাথে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও অশোভন আচরণ গ্রহণযোগ্য নয়।এটি কেবল নারী সাংবাদিকের মর্যাদাকেই ক্ষুণ্ন করেনি,বরং গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করেছে।
বক্তারা অবিলম্বে অভিযুক্ত আইনজীবীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তারা আরও বলেন,সাংবাদিকদের উপর হুমকি, ভয়ভীতি, অশোভন আচরণ কিংবা হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য বড় ধরনের বাধা সৃষ্টি করে।প্রতিবাদ সভা থেকে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
উল্লেখ্য, অশোভন আচরণের শিকার নারী সাংবাদিক রিক্তু পোসাদ গাইবান্ধায় DBC টেলিভিশন চ্যানেলের জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
Sharing is caring!