
বিশেষ প্রতিনিধি,
সারা দেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য,ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালিত হয়েছে। হিন্দু পুরান মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জন্ম গ্রহণ করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরো বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।
১৬ আগস্ট শনিবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যপরিষদ,পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু দিলিপ চন্দ্র সাহার নেতৃত্বে পলাশবাড়ী কেন্দ্রীয় কালি মন্দির হতে বার্ণঢ্য র্যালীটি পৌর শহরের মূল সড়ক গুলো প্রদক্ষিণ করে, পরে কেন্দ্রীয় কালি মন্দিরে গিয়ে শেষ হয়। এ র্যালীতে অংশ সহ হিন্দুধর্মালম্বী বিভিন্ন শ্রেনী পেশার সংগঠন ও সাধারণ মানুষ।এরপর কালিবাড়ী মন্দিরে পূজা আর্চণা করেন হিন্দুধর্মালম্বীরা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুবীর কুমার দাস।
সনাতনী হিন্দু ধর্মালম্বীদের এ দিবসটিতে হিন্দুধর্মালম্বী মানুষকে জন্মঅষ্টমীর শুভেচ্ছা জানিয়ে অংশগ্রহণ করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর গাইবান্ধা জেলা শাখার যুগ্ন আহবায়ক মাধবী সরকার, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলি ভুট্টু,পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন,পৌর ছাত্রদলের সদস্য সচিব আকাশ কবীর পায়েল প্রমুখ।
Sharing is caring!