৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সড়ক ছাড়লেন সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৭:৩১ অপরাহ্ণ
সড়ক ছাড়লেন সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক,

রাজধানীর সায়েন্স ল্যাবে সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের দেড় ঘণ্টা পর তাঁরা সড়ক ছেড়ে দিয়েছেন। দুই কলেজের শিক্ষক ও পুলিশ কর্মকর্তাদের মধ্যস্থতায় শিক্ষার্থীরা সড়ক ছাড়েন তাঁরা। এরপর মিরপুর ও এলিফ্যান্ট রোডে যান চলাচল শুরু হয়।

Manual1 Ad Code

আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে তাঁদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় মিরপুর রোড ও এলিফ্যান্ট রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

Manual2 Ad Code

আইডিয়াল কলেজের শিক্ষার্থী শিপন বলেন, সিটি কলেজের শিক্ষার্থীরা তাঁদের এক সহপাঠীকে মারধর করেন, খবর পেয়ে সিটি কলেজে যান তাঁরা। তাঁদের কাছে মারধরের কারণ জানতে চাইলে তাঁরা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেন। এ সময় সংঘর্ষ শুরু হয়।

সরেজমিন দেখা গেছে, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ল্যাবএইড হাসপাতালের পেছনে অবস্থান নেয়, অপর দিকে সিটি কলেজের সামনের মিরপুর রোড এবং সায়েন্স ল্যাব ফুটওভার ব্রিজের নিচে সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে একে অপরের দিকে ইটপাটকেল ছোড়েন। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে ভাঙচুর চালান। তাঁরা সাইনবোর্ড খুলে ফেলেন। অপর দিকে, সিটি কলেজের শিক্ষার্থীরাও সংঘবদ্ধ হয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেন। সংঘর্ষ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।

Manual4 Ad Code

দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মিরপুর রোড ও এলিফ্যান্ট রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা পর মিরপুর রোডে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ বলেছেন, দুই কলেজের শিক্ষকেরা ঘটনাস্থলে রয়েছেন। তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে তাদের সড়ক থেকে তুলে দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code