১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

এনসিপির মনোনয়ন প্রত্যাশী ব্রাহ্মণবাড়িয়া (২) আসন ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ডালিম এর সাক্ষাৎকার সাংবাদিকদের ভিড়

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ণ
এনসিপির মনোনয়ন প্রত্যাশী ব্রাহ্মণবাড়িয়া (২) আসন ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ডালিম এর সাক্ষাৎকার সাংবাদিকদের ভিড়

Manual8 Ad Code

এনসিপির মনোনয়ন প্রত্যাশী ব্রাহ্মণবাড়িয়া (২) আসন ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ডালিম এর সাক্ষাৎকার সাংবাদিকদের ভিড়

নুরুণ নেওয়াজ, ব্রাহ্মণবাড়িয়া: জাতীয় নাগরিক পার্টি এনসিপি – NCP আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে কাজ শুরু করছে। ইতিমধ্যে তাদের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণও শুরু করছে। এই বিষয়ে এনসিপি ২৩ নভেম্বর, ২০২৫ তারিখ রোজ রবিবার থেকে মনোনয়নপ্রত্যাশীদের দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে।

 

Manual3 Ad Code

এনসিপির মনোনয়ন প্রত্যাশী ব্রাহ্মণবাড়িয়া (৪) ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ডালিম এর সাক্ষাৎকার সাংবাদিকদের ভিড় দৈনিক স্বাধীনভাষা

 

এই প্রক্রিয়া প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এবং এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। তারই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল-আশুগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ডালিমে-র প্রথম দিন দুপুর ১:৩০ মিনিটের সময় বোর্ডের চেয়ারম্যান মো: আতাউল্লাহ ও এনপিপি-র অন্যান্যদের যৌথ বোর্ড মিটিংয়ের মাধ্যমে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

 

Manual7 Ad Code

এ বিষয়ে আমিনুল ইসলাম ডালিম বলেন এনসিপি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সৎ এবং যোগ্য প্রার্থীদের বেছে নিচ্ছে, যা রাজনৈতিক একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে এবং এনসিপি ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আমাদের ১ হাজার ৪৮৪ জনের কাছ থেকে মনোনয়ন ফরম জমা পরেছে। ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ডালিম আরো বলেন আশা করছি ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল-আশুগঞ্জে-র অবহেলিত নিপীড়িত মানুষের পাশে থেকে সেবা করার সুযোগ করে দেবে এনসিপি এবং এনসিপি-র আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তাঁরা এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করছেন এবং ক্ষমতা বা আসনের জন্য অন্য কোনো দলের সঙ্গে সমঝোতা করবেন না।তিনি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত জোট বা আসন ভাগাভাগি নিয়ে গুঞ্জন ও মিথ্যা সংবাদকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

 

Manual7 Ad Code

এদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল-আশুগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ডালিম জুলাই গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর ৫ই আগস্ট থেকে তিনি এলাকার জনগণের পাশে থেকে নিজ এলাকার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। তিনি আরো বলেন যে আমাকে যদি আবার নিজ আসনের জনগণ বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা একটি ঐতিহ্যবাহী জেলা বাংলাদেশের বিভিন্ন জেলায় ব্রাহ্মণবাড়িয়ার একটি অনেক ঐতিহাসিক হিসেবে খ্যাতি রয়েছে, তাই নিজ জন্মভূমি বাংলাদেশ এবং এ দেশের জনগণ বিশেষ করে তার নিজ আসন এর জনগণের পাশে সুখে-দুখে তিনি কাজ করে যাবেন বলে প্রত্যাশা করছেন।

Manual7 Ad Code

তিনি আরো বলেন আমাকে যদি জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়ন দেন আমি আমার জীবনের সর্বস্ব দিয়ে হলেও নিজ এলাকার জনগণের পাশে থাকবো, একটি সুশৃংখল আসন হিসেবে নিজ এলাকার যুবসমাজ

কে মাদক মুক্ত করণ, তাদের পড়াশোনার উন্নতি এবং তার পাশাপাশি তাদেরকে কর্মমুখী কর্মদান কর্মসূচি সমস্ত কার্যক্রম গুলো যথারীতিভাবে কাজ করে যাব , যেহেতু জাতীয় নাগরিক পার্টি জুলাই আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখে এ দেশের জনগণের জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দিয়ে নিজের জীবন বিনিময়ে কাজ করে যাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব, যদি আমার পছন্দের দল জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব আমার প্রতি বিনয় হন ইনশাআল্লাহ আমি দলের দায়িত্ব আস্থার সাথে এবং বিশ্বাসের সাথে পালন করে যাব।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code