৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে কাউছার আহম্মেদ কাজল ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্কদের আর্থিক সহায়তা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ণ
কালীগঞ্জে কাউছার আহম্মেদ কাজল ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্কদের আর্থিক সহায়তা

Manual8 Ad Code

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে কাউছার আহম্মেদ কাজল ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় বয়স্কর মুসল্লিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

Manual8 Ad Code

গতকাল শনিবার বিকেলে কালীগঞ্জ পৌর ১ নম্বর ওয়ার্ড দুর্বাটি এলাকায় ৮ জন বয়স্করদের নগদ ৫ শত টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিমাসে তাদের ৫ শত টাকা করে দেয়া হবে। ফাউন্ডেশনের পরিচালক ও পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাউছার আহম্মেদ কাজল স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে আর্থিক সহায়তার মাধ্যমে এর কার্যক্রম শুরু করেন।

Manual7 Ad Code

এই সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুল হক কাজী, সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য খোরশেদ আলম কাজল, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন আকন্দ, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপ-রেজিষ্ট্রার ইসমাইল হোসেন মাঝি, কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাবেক নেতা বদরুউল আলম, বিএনপির নেতা আমজাদ হোসেন, রতন মিয়া, ওয়ার্ড ছাত্রদলের সাধারন সম্পাদক মো.আনাস বিন হোসাইন প্রমুখ।

ফাউন্ডেশনের পরিচালক কাউছার আহম্মেদ কাজল বলেন, বয়স্কর মানুষেরা সমাজে অবহেলিত। এই বয়সে তাদের পরিবারের অনেকে খোঁজখবর রাখেন না। পাশাপাশি সমাজের মানুষও তাদের তেমন সাহায্য সহযোগিতা করেন না। আমার বাবা এই পৃথিবী থেকে চলে গেছেন।

Manual4 Ad Code

আমার বাবা বেঁচে থাকলে আমি তো বাবার হাত খরচের জন্য অর্থ দিতাম। আমি মনে করি এই বয়স্কর মানুষগুলো আমার আপনজন। তাই আমি তাদের প্রতিমাসে আর্থিক সহায়তা করার জন্য এই ফাউন্ডেশন গড়ে তুলেছি। সমাজের বিত্তবানদের প্রতি আমার অনুরোধ তারাও যেন এলাকার বয়স্কর মানুষদের পাশে দাঁড়ান।

Manual1 Ad Code

ছবির ক্যাপশন- গাজীপুরের কালীগঞ্জে কাউছার আহম্মেদ কাজল ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় বয়স্কর মুসল্লিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code