৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মনপুরায় চর্মরোগে আক্রান্ত মো অহিদের জন্য গণঅধিকার পরিষদের আর্থিক সাহায্য চেয়ে দেশবাসীর কাছে আবেদন

admin
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৫, ০৫:৩১ অপরাহ্ণ
মনপুরায় চর্মরোগে আক্রান্ত মো অহিদের জন্য গণঅধিকার পরিষদের আর্থিক সাহায্য চেয়ে দেশবাসীর কাছে আবেদন

মো কামরুল হোসেন সুমন,মনপুরা

মানুষ মানুষের জন্য, জীবন জিবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ হতে পারে না!!

ভোলা জেলার মনপুরা উপজেলার ৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড এর বাসিন্দা মো অহিদ পিতা মো মৃত উলিউল্লাহ বেপারী।মো অহিদ দীর্ঘ দিন যাবৎ চর্মরোগে আক্রান্ত হয়ে তার সকল অর্থ সম্পদ বিক্রয় ও ধার দেন করে চিকিৎসা করেও সুস্থ হতে পারেনি তিনি।তাই তার ছেলে মেয়েদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন বর্তমানে।

গণঅধিকার পরিষদের ঐ এলাকার স্হানীয় এক নেতার কাছে বিষয়টি জানতে পেরে অসুস্থ মো অহিদের বাড়িতে গিয়ে এমন পরিস্থিতি দেখতে পাই। মো অহিদ আর্থিক সাহায্য চেয়ে দেশবাসীর কাছে আবেদন করেন।বর্তমানে তার উন্নত চিকিৎসার প্রয়োজন যদি কোনো রিদয়বান ব্যক্তি তার চিকিৎসার দায়িত্ব অথবা আর্থিক সাহায্য সহযোগিতা করে তাহলে চর্মরোগে আক্রান্ত ব্যাক্তিকে সুস্থ করে তুলতে পারবে।

তাই বাংলাদেশের ও দেশের বাহিরে প্রবাসী যে কেউ এই ব্যাক্তিকে অথবা দেশের সকলে মিলে সাহায্য সহযোগিতা করলে এই পরিবারটি একটু নতুন করে বাঁচার মতো হয় তো বাঁচতে পারবে।

উক্ত চর্মরোগে আক্রান্ত মো অহিদকে সাহায্য সহযোগিতা করার জন্য আলোকিত সকাল পত্রিকার মনপুরা প্রতিনিধি ও গনঅধিকার পরিষদের নেতা আল-আমিন সরকারের পক্ষ থেকে দেশবাসীর কাছে আকুল আবেদন।

যোগাযোগ: রোগী-মো অহিদ -বিকাশ:01816471918

Sharing is caring!