৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ জেলা পুলিশের সতর্ক বার্তা

admin
প্রকাশিত মার্চ ৫, ২০২৫, ০৯:১৫ অপরাহ্ণ
সুনামগঞ্জ জেলা পুলিশের সতর্ক বার্তা

Manual1 Ad Code

ফকির হাসান ::

  • সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সিলেট জেলার বিভিন্ন এলাকায় ডাকাত প্রবেশ করেছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ও মসজিদে মাইকিং করে লোকজনকে জড়ো করা হচ্ছে। ফলে জনমনে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে নিরাপত্তাহীনতা বোধ তৈরী হচ্ছে।

প্রকৃত ঘটনা না জেনে এভাবে Facebook Live এবং মাইকিং করে অস্থিরতা সৃষ্টি না করার জন্য সম্মানিত নাগরিকগণকে বিনীত অনুরোধ করা হচ্ছে। গুজব ছড়াবেন না এবং আইন নিজের হাতে তুলে নিবেন না। সন্দেহজনক কোন ঘটনা গুচুরীভূত হলে সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

*মিথ্যা তথ্য বা গুজব ছড়ানো দণ্ডনীয় অপরাধ*

তথ্য জানাতে-
পুলিশ কন্ট্রোল রুম, সুনামগঞ্জ জেলা
মোবাইল– 01320-121698

সুনামগঞ্জ জেলার সকল থানার ডিউটি অফিসারের নাম্বার-

Manual8 Ad Code

১। ডিউটি অফিসার, সদর থানা– 01320-120795

২। ডিউটি অফিসার- ছাতক থানা– 01320-120821

Manual6 Ad Code

৩। ডিউটি অফিসার, জগন্নাথপুর থানা-01320-120847

৪। ডিউটি অফিসার, দোয়ারাবাজার থানা-01320-120925

৫। ডিউটি অফিসার, তাহিরপুর থানা-01320-120873

৬। ডিউটি অফিসার, বিশ্বম্ভরপুর থানা-01320-120899

৭। ডিউটি অফিসার, দিরাই থানা-01320-120951

৮। ডিউটি অফিসার, জামালগঞ্জ-01320-121003

৯। ডিউটি অফিসার, ধর্মপাশা থানা– 01320-121029

১০। ডিউটি অফিসার, শাল্লা থানা– 01320-120977

Manual4 Ad Code

১১। ডিউটি অফিসার, মধ্যনগর থানা-01320-121055

Manual5 Ad Code

১২। ডিউটি অফিসার, শান্তিগঞ্জ থানা– 01320-121081

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code