৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দেশের প্রথম সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধে মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ (বীরউত্তম) আর নেই

admin
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ
দেশের প্রথম সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধে মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ (বীরউত্তম) আর নেই

Manual6 Ad Code

দেশের প্রথম সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধে ৩ নম্বর সেক্টরের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ (বীরউত্তম) আর নেই। আজ রোববার সকালে রাজধানীতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটানেন্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী আজ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

লেফটানেন্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী বলেন, মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহকে ২ জানুয়ারি সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল ৮টা ৪৫ মিনিটে সেখানেই তাঁর মৃত্যু হয়।

Manual2 Ad Code

কে এম সফিউল্লাহর জন্ম ১৯৩৪ সালের ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে। তিনি ১৯৭৫ সালের ২৪ আগস্ট পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। ১৯৭৬ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত ১৬ বছর তিনি বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে মালয়েশিয়া, কানাডা, সুইডেন আর ইংল্যান্ড। ১৯৯৫ সালে আওয়ামী লীগে যোগদান করেন এবং ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code