বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্তদের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলা অডিটরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এম মফিজুর রহমান (অবঃ)ইঞ্জিঃ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার কাজী শফিউল বাসার (অবঃ)—(সভাপতি রাওস) সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহতাব উদ্দিন (অবঃ)—আহ্বায়ক, স্যাপার কল্যাণ সংস্থা এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারেছুজ্জামান চৌধুরী (অবঃ)—সিনিয়র সহ-সভাপতি, জেসিও কল্যাণ সংস্থা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্জেন্ট মফিজুল ইসলাম (অবঃ), সভাপতি, বোচাগঞ্জ উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা।
আয়োজকরা জানান, শীতের প্রকোপে কষ্টে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়াতেই এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
Sharing is caring!