২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৭ হিজরি

মনপুরায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

admin
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৫, ১০:০২ অপরাহ্ণ
মনপুরায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual8 Ad Code

ভোলা জেলার মনপুরায় থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃ নুরুল ইসলাম (৪০) নামের ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মনপুরা থানার এসআই উজ্জল চন্দ্রশীল, এএসআই সাগর দে ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পরিচালিত অভিযানে উপজেলার জনতা বাজার এলাকার একটি দোকান থেকে মোঃ নুরুল ইসলাম (৪০) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়।

Manual5 Ad Code

গ্রেফতারকৃত নুরুল ইসলাম উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা ইসহাক মাঝির ছেলে। তিনি সিআর ৭১/২৫ নম্বর মামলার অভিযুক্ত ওয়ারেন্টভুক্ত আসামি বলে পুলিশ জানিয়েছে।

Manual8 Ad Code

এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ বলেন, থানা পুলিশের নিয়মিত ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে নুরুল ইসলাম (৪০) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে দুপুর ২টার দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code