১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময়

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৭:৪০ অপরাহ্ণ
কালীগঞ্জে শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময়

Manual6 Ad Code

মো: মুক্তাদির হোসেন।

Manual1 Ad Code

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কালীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে কালীগঞ্জ উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের নিয়ে নিজ কার্যালয়ে মতবিনিময় সভায় মিলিত হন।

এই সময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার মিত্র ভজন, সাধারণ সম্পাদক জীবন ধর, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ আচার্য্য উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৪২ স্থানে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে উপজেলা ব্যাপী নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। প্রত্যেক মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সাথে প্রত্যেকটা মন্দির সিসিটিভির আওতায় আনা হয়েছে।

পূজার সময় ইভটিজিং বা কিশোর গ্যাং এর তৎপরতা বৃদ্ধি না পায় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। কেউ যেন পুজোতে গুজব সৃষ্টি করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে।

গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্গাপূজা চলাকালীন সময়ে নির্বিঘ্নে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংবাদ প্রকাশের ক্ষেত্রে সঠিক তথ্য যাচাই-বাছাই করে প্রচার করা উচিত। কোনো ভুল তথ্য বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

Manual1 Ad Code

তিনি আরও উল্লেখ করেন, দুর্গাপূজা চলাকালীন সময়ে নির্বিঘ্নে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Manual7 Ad Code

এ ক্ষেত্রে তথ্য সংগ্রহ করে থানা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। সকল শ্রেণি পেশার মানুষের সহাবস্থানে সকলের সহযোগিতায় এই পূজা উদযাপন করবো। অতীতের যেকোনো সময়ের চেয়ে অধিক সাহসিকতার সাথে সনাতন ধর্মাবলম্বীরা যাতে আনন্দঘন পরিবেশে এবারের শারদীয় দুর্গোৎসব পালন করতে পারেন সে ব্যাপারে বদ্ধপরিকর।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code