শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু, বিশেষ প্রতিনিধি
গাইবান্ধায় সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২২সেপ্টেম্বর দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের রামচন্দ্রপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র বাবু তার লিখিত বক্তব্যে বলেন, বিগত সরকারের আমলে ২০২২ সালে আওয়ামী লীগের (প্রেসিডিয়াম সদস্য) শেখ সেলিম আমার কাছে ৫ কোটি টাকা চেয়েছিলেন।
কিন্তু উক্ত টাকার বিষয়ে আমি দিতে অপরাগত স্বীকার করায় আমাকে মিথ্যা ও হয়রানী মূলকভাবে র্যাবের মাধ্যমে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ ভুয়া, মিথ্যা ও ভিত্তিহীন ছিল বলে ১৩ দিনের ব্যবধানে আমাকে সকল মামলা থেকে অব্যাহতি প্রদান করেন।
এরই প্রেক্ষিতে বর্তমান সময়ে কতিপয় ভুয়া সাংবাদিক ও নানান মিথ্যা পরিচয়ধারী ব্যক্তিগণ ব্যক্তিস্বার্থ সিদ্ধীর উদ্দেশ্যে আমার সনাতন ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া, মিথ্যা, ভিত্তিহীন তথ্য অপ-প্রচারসহ নানা ঘৃণ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
আমি আপনাদের মাধ্যমে ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপ-প্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদসহ এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃংঙ্খলা বাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করছি।
Sharing is caring!