৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দিনাজপুরের সেতাবগঞ্জ ষ্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস যাত্রা বিরতির দাবীতে অবরোধ।

admin
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ণ
দিনাজপুরের সেতাবগঞ্জ ষ্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস যাত্রা বিরতির দাবীতে অবরোধ।

Manual3 Ad Code

বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

Manual1 Ad Code

দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা ব্যবসা বান্ধব একটি উপজেলা। এখানে ঐতিহ্যবাহী সেতাবগঞ্জ চিনিকল, অর্ধশতাধীক অটো রাইস মিল, গরু, ছাগল ও ধান চাল ক্রয়-বিক্রয়ের বিশালহাটসহ বিভিন্ন ভাবে বোচাগঞ্জ একটি প্রশিদ্ধ উপজেলা।

অথচ এখানে পঞ্চগর একক্সপ্রেস ট্রেনটির কোন যাত্রা বিরতি নেই। তাই, বোচাগঞ্জের বুকের উপর দিয়ে চলাচল করা পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপেক্সের যাত্রা বিরতির দাবীতে সেতাগবঞ্জ রেলস্টেশনে মানববন্ধন ও অবরোধ কর্মসূচী পালন করেছে বোচাগঞ্জবাসী।

Manual3 Ad Code

৩০ আগষ্ট শনিবার দুপুর ১টায় সেতাবগঞ্জ রেলষ্টেশনে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবীতে মানববন্ধন ও অবরোধ কর্মসূচীতে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা পরিবেশ দূষন প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মাইনুল ইসলাম বুলু, সাধারণ সম্পদাক এমওয়ালী ফ্লাড, সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি নওশাদ আলী, সাবেক ভাইস চেয়ারম্যান রেদওয়ানুল করিম রাবিদ, এনসিপির প্রধান সমন্বয়ক মোঃ তাফসির, নজরুল ইসলাম নজু, শাহ এসফাকুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সেতাবগঞ্জ একটি ব্যবসায়ী ও শিল্প এলাকা পাশাপাশি কাহারোল, বিরল ও পীরগঞ্জ উপজেলার আংশিক মানুষ এই ষ্টেশন দিয়ে দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকেন।

এজন্য পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সাময়কি যাত্রাবিরতি প্রয়োজন। তাই অনতি বিলম্বে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি কয়েক মিনিটের জন্য হলেও সেতাবগঞ্জ রেলষ্টেশনে যাত্রাবিরতির জন্য জোর দাবী জানিয়ে রেল উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Manual6 Ad Code

বোচাগঞ্জ বাসী উক্ত দাবী পুরনে সকল স্তুরের রেল ও প্রশাসনিক কর্মকর্তার প্রতি আহবান জানান। অন্যথায় এলাকাবাসী বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবেন বলে হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code