৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের যুগ্ম মূখ্য সংঘটক মোঃ আতাউল্লাহ-র উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ সমাবেশ ও উঠান বৈঠক ।

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ণ
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের যুগ্ম মূখ্য সংঘটক মোঃ আতাউল্লাহ-র উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ সমাবেশ ও উঠান বৈঠক ।

বিশেষ প্রতিনিধি:

শনিবার ২৪ আগষ্ট সন্ধ্যা ৮ টার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আশুগঞ্জ পূর্ব বাজারে মোঃ সুমন মৃধার সভাপতিত্বে ও মোঃ জিলানী-র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়ে গেলো জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আশুগঞ্জ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে উঠান বৈঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের যুগ্ম মূখ্য সংঘটক আতাউল্লাহ-র উপর ন্যাক্কারজনক হামলর প্রতিবাদ ও উঠান বৈঠক ।

উক্ত উঠান বৈঠক ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিনুল ইসলাম ডালিম প্রধান সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি আশুগঞ্জ উপজেলা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এনসিপির রাজনীতি নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের অধিকার আদায়ের নিশ্চিত করার লক্ষ্যে। দেশের সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে এনসিপির জন্ম হয়েছে। তাই মানুষ তাদের নিজেদের অধিকার ফিরে পেতে এনসিপিকে পাশে পাবে।

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের যুগ্ম মূখ্য সংঘটক আতাউল্লাহ-র উপর প্রতিহিংসামূলক ন্যাক্কারজনক হামলর তীব্র নিন্দা প্রকাশ করেন। এছাড়া উক্ত উঠান বৈঠক ও প্রতিবাদ সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন আনিসুল ইসলাম দিপু মোল্লা, যুগ্ম-সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি আশুগঞ্জ উপজেলা এছাড়াও আনিসুল হক, মুর্শেদ,রাইহান মোস্তফা, আল আমিন, প্রমূখ।

Sharing is caring!