১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নয়া প্রেমের নয়া লাইলী মিডিয়াতে ঝড় তুলছেন

Sheikh Titumir
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৫, ০৪:০৮ অপরাহ্ণ
নয়া প্রেমের নয়া লাইলী মিডিয়াতে ঝড় তুলছেন

মোঃ মাহবুব রহমান (সাগর) :

নয়া প্রেমের নয়া লাইলি শিরোনামের গানটি
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সারা ফেলেছে। গানটি লিখেছেন এই সময়ের জনপ্রিয় গীতিকবি জয় রাফি।গানটিতে কন্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তশিবা ও এইচ আর ফারদিন খান ।

গানটির রেপ শিল্পী হিসেবে ছিলেন শাওন শিকদার ।সংগীত পরিচালনা করেছেন সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক এইচডি সাগর। সুর করেছেন এইচ আর ফারদিন খান গানটিতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় মডেল তারকা
ইমরান শিকদার আকাশ ও নিঝুম ।

নৃত্য পরিচালনায় ছিলেন মো: শামীম
গানটির চিত্রগ্রহণ করেছেন মনিরুল ইসলাম জি এস বি ডি. রূপসজ্জা ছিলেন মুন্না । সম্পাদনায় ছিলেন টিডি দীপক ,
গানটি পরিচালনা করেছেন জয় রাফি।
প্রযোজনা করেছেন কাইয়ুম শিমুল ।
গানটি রিলিজ হয়েছে আকাশ মিউজিক এর ব্যানারে গানটির লেখক ও পরিচালক জয় রাফি বলেন ।

আমার লেখা ও পরিচালনায় অসংখ্য গানের মধ্যে এই গানটি একটু অন্যরকম।
আমি আশাবাদী এই গানটি দর্শক শ্রোতাদের মন কেড়ে নেবে । গানটি সময়ের সাথে তাল মিলিয়ে ম্যাচিং করার চেষ্টা করেছি ।আমি আশাবাদী দর্শক শ্রোতারা এই গানটি ভালোভাবে গ্রহণ করবে ।
এই গানের সাথে যারা জড়িত সকলকে আমি ধন্যবাদ জানাই আমাকে এই কাজে
সহযোগিতা করার জন্য ।

গানটির শিল্প নির্দেশনায় ছিলেন
আখতারুজ্জামান জনি ,গানটির সম্পর্কে ইমরান সিকদার আকাশ বলেন ভালো গান করার চেষ্টা করেছি দর্শক শ্রোতাদের ভালোবাসা পেলে সামনে আরো ভালো ভালো প্রোডাকশন করব ।গানটির সাথে যারা জড়িত ছিলেন আমি পুরো টিমকে ধন্যবাদ জানাই আমাকে সহযোগিতা করার জন্য সবাই বাংলা গান শুনুন বাংলা গানের সাথে থাকুন।

Sharing is caring!