
মোঃ আসাদ আলী,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ঐতিহাসিক সেতাবগঞ্জ বড় মাঠে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কালচারাল একাডেমির আয়োজনে এই ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানটি দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কৃষিবিদ আবুল বাশার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ হাসান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর মোঃ আনিসুর রহমান, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান জাহিদ সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তাকিম বাড়ি চৌধুরী মিম এবং উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল হক প্রমুখ।
সন্ধ্যার পর শুরু হওয়া এই অনুষ্ঠানটি ইসলামী সংস্কৃতি, ঐতিহ্য এবং ঈদের চেতনা নিয়ে সাজানো হয়। উপস্থিত বক্তারা ইসলামিক জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তরুণ-তরুণীরা ইসলামের সৌন্দর্য ও মূল্যবোধ তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষভাগে অতিথিরা এমন একটি আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
Sharing is caring!