
ফকির হাসান : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে তিনি শান্তিগঞ্জ থানায় পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে মাননীয় উপদেষ্টা থানার অস্ত্রাগার, থানা পুলিশের মেস ও ব্যারাক ঘুরে দেখেন। তিনি থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাননীয় উপদেষ্টা।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো: মুশফেকুর রহমান, বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Sharing is caring!