১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে একজন বাংলাদেশী নিহত

Sheikh Titumir
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ণ
দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে একজন বাংলাদেশী নিহত

ফকির হাসান : দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে দোয়ারাবাজার সীমান্তে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত কুটই মিয়া ( ৫৫ ) দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া (মোকামছড়া) গ্রামের মৃত মনির উল্ল্যাহ’র ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে দোয়ারাবাজার সীমান্তের ১২৩০ সাবপিলার ২ এস-এর পাশ দিয়ে ৬-৭ জনের একটি দল সুপারী আনার জন্য ভারতের মেঘালয় রাজ্যের শিলং জেলার মোশাররম থানার লংথ্রাই পুঞ্জি এলাকায় প্রবেশ করে।

দুপুরে সুপারী বস্তায় ভরার সময় খাসিয়ারা তা দেখে গুলি ছুঁড়লে কুটই মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
একই সাথের অন্যান্যরা সীমানা পার হয়ে দেশে চলে আসেন।

বিকালে খবর পেয়ে নিহত কুটই মিয়ার আত্মীয়-স্বজনরা লংথ্রাই পুঞ্জি এলাকায় গিয়ে কুটই মিয়ার মৃতদেহ শনাক্ত করেছেন বলে স্থানীয় একটি সুত্র থেকে জানা গেছে।

Sharing is caring!