
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধ :: শনিবার (২২ মার্চ) আশুগঞ্জ উপজেলা রওশনারা গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে এনসিপির আলোচনা সাভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সভাপতি জনাব আশরাফ মেহেদী ও আমিনুল ইসলাম ডালিমের সঞ্চালনা অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় নাগরিক পার্টি আশুগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল। উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনশর অধিক বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনসিপির আরও দুজন কেন্দ্রীয় নেতা মো: আতাউল্লাহ এবং জিহান মাহমুদ।
তাছাড়া জেলা এবং উপজেলা পর্যায়ের অনেক নেতাকর্মী উপস্থিত ছিল। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথি হিসেবে জনাব সারোয়ার তুষার তার বক্তব্যে বলেন আওয়ামী লীগের রায় দেশের জনগণ গত ৫ই আগস্ট দিয়ে দিছে, এই নিয়ে আর কোন যদি, কিন্তু নেই।
উপজেলা জামায়াত আমীর বলেন ফ্যাসিবাদের সাথে আর কোন আতাত সহ্য করা হবে না এবং তাদের ফিরানোর সুযোগ নেই বলে জানান। উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন উপজেলা এনসিপির সদস্য দিপু মোল্লাহ, মো: জিলানী, সাইফুল আজাদ সুজন, এহসান ও রোহান প্রমুহ্ ।
Sharing is caring!