 
     ডেস্ক রিপোর্ট ,গাইবান্ধা
ডেস্ক রিপোর্ট ,গাইবান্ধা
নিলফামারী জেলার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা নুর ইসলাম (৭২) লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি জানান, এসআই মো. আনোয়ার হোসেন (বিপি-৮৪০৩০৮৩০৭৫), বর্তমানে নিলফামারী জেলায় আরও-এমটি পদে কর্মরত আছেন।
তিনি দীর্ঘদিন বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকালে ভূমি দখল, নিয়োগ-বদলি বাণিজ্য, পদোন্নতি বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, এসআই আনোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর জেলা কার্যালয়ে মামলা (নং ০৩/২১, তারিখ ১৮/০৩/২১) এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩, ঢাকায় মামলা (নং ৪৩৩/২০২০) চলমান রয়েছে।
অভিযোগকারী দাবি করেন, উক্ত পুলিশ কর্মকর্তা রাজনৈতিক প্রভাব ব্যবহার করে একাধিকবার গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল থেকেছেন এবং তার (নুর ইসলামের) পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন।
অভিযোগে তদন্তপূর্বক এসআই আনোয়ার হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।