 
     ডেস্ক রিপোর্ট, মনপুরা
ডেস্ক রিপোর্ট, মনপুরা
ভোলা জেলা মনপুরা উপজেলার দায়িত্ব নিযুক্ত মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক এর পরিচালিত ভোলা জেলার মনপুরা উপজেলায় অদ্য ১৯-অক্টোবর- ২০২৫খ্রি রোজ রবিবার দিন ভর অভিযানের সময় মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের উদ্যোগে মনপুরা উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা ইলিশ আটক করে এসময় নৌকা ও জেলেদের পাওয়া যায়নি।
আটকৃত মাছ গুলো গরীভ,অসহায়দের মাঝে বিতরন করা হয়।পরে জালগুলো উপজেলার নদীর পারে এনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অপর দিকে ইলিশ অভয়াশ্রমে নিশেদাজ্ঞার প্রথম দিন থেকে নিয়মিত অভিযান পরিচালনার আজ ১৬ তম দিনের অভিযান পরিচালনা করে মনপুরা উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ডের একটি যৌথ টিম।
এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক সহ অন্যান্য কর্মকর্তাগন।
মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক বলেন নিষেধাজ্ঞার মাঝে যারা মেঘনা নদীতে মা ইলিশ শিকারে যাবে তাদের কে আটক করার জন্য আমাদের মৎস্য দপ্তরের টিম নিয়মিত অভিযানে আছে।মা ইলিশ রক্ষায় আমাদের টিম নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলেও জানান মৎস্য কর্মকর্তা।
এছাড়া কিছু অসাধু জেলে সুযোগ বুঝে নদীতে মাছ শিকারে যাওয়ার খবর পাওয়া গেলে আমরা তাদের আটক করার চেষ্টা করি।জেলেদের পাওয়া না গেলেও জাল পাওয়া যায়।