মোহাম্মদ ফিরোজ, স্টাফ রিপোর্টার:
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌকস অফিসার এটিএম শিফাতুল মাজদার আ*ইন শৃ*ঙ্খলা র*ক্ষায় বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু (বিপিএম) ক্রেস্ট দিয়ে বিশেষ সম্মাননা পুরস্কার বিতরণ করেন।
গতকাল (২৭ আগস্ট) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওসি এটিএম শিফাতুল মাজদার এই সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। এ সময় অনুষ্ঠানে ওসি এটিএম শিফাতুল মাজদার এর হাতে চৌকস অফিসার সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
জানা যায়, চলতি বছরের গত মে মাসে থানার আইন-শৃঙ্খলা রক্ষায় ওসি এটিএম শিফাতুল মাজদারের নেতৃত্বে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ ও অগ্রণী ভূমিকা রাখায়, বিশেষ করে মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি দমনসহ গুরুত্বপূর্ণ আসামি গ্রেফতার এবং জননিরাপত্তা নিশ্চিতে তাঁর তৎপরতা ছিল দৃশ্যমান এবং প্রশংসনীয়।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, ‘আমি রাঙ্গুনিয়া মডেল থানায় যোগদানের পর থেকে চেষ্টা করেছি আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও পুলিশি সেবা নিশ্চিত করতে। আমার এ সম্মান এককভাবে অর্জন নয়। এটি রাঙ্গুনিয়া মডেল থানায় কর্মরত সকল সহকর্মীদের দায়িত্বশীলতা একাগ্রতা ও পেশাদারিত্বের ফল। জনগণের আস্থা অর্জন ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার। কাজের স্বীকৃতি সামনে চলার পথকে ও দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দেয়।’