বিশেষ প্রতিনিধি।
গাইবান্ধার পলাশবাড়ী সরকারি ডিগ্রী কলেজ চত্বরে বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটির আয়োজনে গাছের চারা বিতরন ও বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৬শে আগষ্ট মঙ্গলবার দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে পলাশবাড়ী সরকারি ডিগ্রী কলেজ,মহিলা ডিগ্রী কলেজ,পলাশবাড়ী সরকারি এসএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথকভাবে গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
এ সময়,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র পলাশবাড়ী উপজেলার নেতাকর্মী,পলাশবাড়ী উপজেলা,পৌর ও সরকারি কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মী,রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা উপজেলার নেতৃবৃন্দ,স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ,পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।।