বিশেষ প্রতিনিধি,চুয়াডাঙ্গা থেকে:
জানা গেছে তিনি কানাইডাঙ্গা হাইস্কুল থেকে ২০০৫ সালে বিজ্ঞান বিভাগ হতে এস,এস,সি পাশ করেন।
যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে মানবিক বিভাগ হতে এইচ,এস,সি পাশ করেন। WUB থেকে LL,B (অনার্স) এবং LL,M( মাস্টার্স) পাশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MSS ( VRJ)করেন।
বর্তমানে তিনি চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির একজন অ্যাডভোকেট। শামীমুর রহমান (সবুজ) কানাইডাঙ্গা মাঝপাড়ার সামসুল মুহুরির ছেলে"সবার কাছে দোয়া চেয়েছেন যেন সৎ নিষ্ঠার সাথে স্কুলের সকল দায়িত্ব পালন করতে পারেন।