জায়েদ আহমেদ,মৌলভীবাজারঃ-
মৌলভীবাজারের কমলগঞ্জে পুকুরে ডুবে ছাদিয়া বেগম (৬) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকাল ৩টার দিকে আদমপুর ইউনিয়নের এলাকার নইনার পার গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ছাদিয়া ওই এলাকার মো. কালন মিয়ার মেয়ে।
শিশু ছাদিয়ার মা আরজা বেগম বলেন, ‘পরিবারের সবার অগোচরে আমার মেয়ে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পুকুরে ভেসে থাকতে দেখি।
উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা .কনক সিংহ বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।