
"উজ্জ্বল ভবিষ্যতের পথে: চিলমারীতে ওয়ান অ্যাম্বিশন ক্যাডেট কোচিং-এর ভর্তি শুরু"
এস, এম নিরব, (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ -কুড়িগ্রামের চিলমারীতে – ওয়ান অ্যাম্বিশন ক্যাডেট কোচিং -এর নতুন সেশনের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। দক্ষ মেন্টরদের তত্ত্বাবধানে এবং শিক্ষার্থীদের উপযোগী প্রশিক্ষণ কর্মসূচির জন্য এই প্রতিষ্ঠানটি সুপরিচিত।
আগামী ২০ ডিসেম্বর, ২০২৪ থেকে ক্লাস শুরু হবে। এখানে আবাসিক, অনাবাসিক এবং ডে-কেয়ার সুবিধা উপলব্ধ রয়েছে, যা বিভিন্ন ধরণের শিক্ষার্থীদের প্রয়োজন পূরণ করবে।
প্রতিষ্ঠানটি নিম্নলিখিত কোর্সগুলোতে বিশেষায়িত কোচিং প্রদান করে:
প্রী-ক্যাডেট (চতুর্থ ও পঞ্চম শ্রেণি)
ক্যাডেট (ষষ্ঠ শ্রেণি)
প্রফেসর নজরুল ইসলাম (পরিসংখ্যান), প্রফেসর নজরুল ইসলাম (ইংরেজি) এবং লায়ন স্যার (গণিত)-এর মতো অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা একটি শক্তিশালী একাডেমিক ভিত্তি গড়ে তুলতে পারবে।
কোচিং সেন্টারটি পোস্ট অফিস মোড়, চিলমারি, কুড়িগ্রাম-এ অবস্থিত। শিক্ষার্থীদের ভর্তির জন্য অভিভাবকদের দ্রুত যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। যোগাযোগের নম্বর: ০১৭৫০-৭৬০২৭৪, ০১৭৬৬-৫০৮৬৫৫, ০১৮১০-৯০৫৩১৮।
বিস্তারিত জানতে এবং সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন ওয়ান অ্যাম্বিশন ক্যাডেট কোচিং-এর সাথে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।