মোঃ আফফান হোসাইন আজমীর, রংপুর প্রতিনিধিঃ- গত ৫ আগষ্ট কোটাবিরোধী আন্দলনের নিরস্ত্র ছাত্র শ্রমিক জনতার উপর হামলাকারী শ্রমিকলীগ, সাধারন সম্পাদক মজিদ গংসহ সন্ত্রাসীদের গ্রেফতার ও মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের বিলুপ্তি জোরালো দাবি নিয়ে বিক্ষোভ মিছিল বাহির করে সাধারন মটর শ্রমিক দল।
বিগত ১৫ বছর থেকে ফ্যাসিট শেখ হাসিনার আমলে রংপুরের মটর শ্রমিকের প্রকৃত লোকজন কে করে রেখেছিল সুবিধা বঞ্চিত, কারা দাসত্ব্যপ্রথা। যা জাহেলীয়াতের ন্যায়। প্রকৃত শ্রমিক তাদের অধিকার থেকে অবহেলিত ও বঞ্চিত ছিল। আওয়ামীলীগ এর দোষররা পেয়েছিল তাদের রাজত্বকাল। সাধারন শ্রমিকগন ও তাদের অধিকার থেকে ছিল মাহরুম।
তাদের অধিকার ফিরে পেতে আজ টার্মিনালে একটি বিক্ষোভ মিছিল বাহির করে। এই মিছিলটি টার্মিনাল থেকে পুলিশ ফাঁড়ি ও টার্মিনাল মসজিদের মেইন গেটে সমাবেত হয়।
সেখানে সমাবেত অবস্তায় মটর শ্রমিকের সাবেক কোষাধক্ষ্য মশিউর রহমান বলেন, আওয়ামীলীগ থাকা অবস্তায় আমরা যে বৈষম্যের শিকার হয়েছি তা ভুলার নয়। আমরা চাই মজিদের হাত থেকে মটর শ্রমিকের কালো থাবা শেষ করে নির্বাচনের মাধ্যামে শ্রমিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে। তারা ১৫ বছর যে রাজত্ব্য চালিয়েছে তা একনায়কতন্ত্র।
তারা সাধারন শ্রমিকের টাকা লুটকরে আরাম আয়েশে জীবন যাপন করেছিল। শ্রমিকের কষ্ঠের টাকা তারা লুটপাট করেছে। তাই ৭ দিনের মধ্যে আমাদের দাবি মাননীয় উপদেষ্টা মন্ডলি যেন মেনে নিয়ে একটি সুন্দর নির্বাচনের মাধ্যামে মটর শ্রমিকের নেতা করা হয়।
বিক্ষোভ চলাকালিন সময়ে আরো অনেকে বক্তৃতা দেন।
তাদের একটাই দাবি ২০২৪ ইং কোটাবিরোধী আন্দলনের নিরস্ত্র ছাত্র শ্রমিক জনতার উপর হামলাকারী শ্রমিকলীগ,সাধারন সম্পাদক মজিদ গংসহ সন্ত্রাসীদের গ্রেফতার ও মটর শ্রমিক ইউনিয়ন এর পরিষদের বিলুপ্তি করে। নতুন নির্বাচন দিয়ে শ্রমিকের অধিকার ফিরে আসবে এটাই তাদের মুল দাবি। আবার তারা বক্তব্য শেষে মিছিলটি টার্মিনাল চৌরাস্তায় শেষ করেন।