জায়েদ আহমেদ, মৌলভীবাজার::
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন এর দিক নির্দেশনায় ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে অদ্য ৩১ অক্টোবর এসআই সুজন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল থানার মামলা নং-২৬, তারিখ: ২৮/১০/২০২৪ খ্রিঃ, জিআর ২৫১/২০২৪ খ্রিঃ এর এজাহারনামীয় আসামী পিন্টু মাদ্রাজী কুর্মী (৫০) কে গ্রেফতার করেন।
অপর দিকে এসআই মো. জাকির হোসেন ইমিগ্রেশন পুলিশের সহায়তায় ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শ্রীমঙ্গল থানার মামলা নং- ০৭ তারিখ: ০৮/১০/২০২৪ খ্রিঃ, জিআর ২৩২/২০২৪ খ্রিঃ এর এজাহারনামীয় পলাতক আসামী পিয়াস দাশ (৩৫)কে গ্রেফতার করেন।
এদিকে অপর এক অভিযানে এসআই সজীব চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ ৩০ অক্টোবর উপজেলার লাখাইছড়া চা বাগানে অভিযান পরিচালনা করিয়া আসামী সজীব খান (২৩), কে সিএনজি অটোরিক্সা যোগে চোরাইকৃত ২৪০ কেজি চা পাতা নিয়ে যাওয়ার সময় চা বাগানের পাহারাদারের সহায়তায় আটক করে ২৪০ কেজি চা পাতা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। তুমি আরো বলেন শ্রীমঙ্গল থানা এলাকায় সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।