ফকির হাসান :: ছাতকে সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১ টার দিকে সিলেট- সুনামগঞ্জ সড়কের বুড়াইরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্র জানায়,একটি সবজি ভর্তি সিএনজি চালিত অটোরিকশাকে পিছন থেকে সিলেট গামী একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজি যাত্রী আখলাক আহমদ মাছুম সহ বাস এবং সিএনজি যাত্রী ৫ জন গুরুতর আহত হয়েছেন।
আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশাটি ঘটনাস্থলে দুমড়ে-মুচড়ে হয়ে পড়ে রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।