মোঃ সাকিল হোসাইন,জেলা প্রতিনিধি নাটোরঃ-
২৮ অক্টোবর ২০০৬ সালে আওয়ামীলীগ সহ ১৪ দলীয় জোটের লগি ও বৈঠার তাণ্ডবে যারা আহত ও নিহত হয়েছেন তাদের পক্ষে বাংলাদেশ জামায়াত ইসলাম নাটোর জেলা শাখার আয়োজনে এই সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত সমাবেশ সভার আয়োজন করা হয় নাটোর কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ডে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, আমির বাংলাদেশ জামায়াত ইসলাম নাটোর জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ ইউনুস আলী (এমপি পদপ্রার্থী) নাটোর সদর ও নলডাঙ্গা আসন বাংলাদেশ জামায়াত ইসলাম থেকে তাকে মনোনীত করা হয়। এছাড়া আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন খান, নায়েবে আমির জামাত ইসলাম নাটোর জেলা শাখা ।
উক্ত অনুষ্ঠানে জামায়াত ইসলাম নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদিকুর রহমান উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ নুরুন্নবী। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন ২০০৬ সালের ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনতে হবে বলে দাবি করেন এবং উক্ত ঘটনায় যারা আহত ও নিহত হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে এবং সরকারী ভাবে তাদের অনুদানের ব্যবস্থা করতে হবে।
নাটোর সদর ও নলডাঙ্গা আসনের জামাত ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস বলেন জামায়াত ইসলামের প্রার্থী কে বিজয়ী করলে দেশে কোন দুর্নীতি থাকবে না অল্পদিনের মধ্যেই দেশ উন্নত বিশ্বে রুপান্তরিত হবে। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্বের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।