মোঃ শহিদুল ইসলাম,শেরপুর জেলর প্রতিনিধি: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এ সি আই মটরস্ এর আয়োজনে শেরপুরে ফোটন গাড়ি সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠত হয়েছে। ২১ অক্টোবর সোমবার দিনব্যাপী সদর উপজেলার কুসুমহাটি জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠে ওই সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
ওই সার্ভিস ক্যাম্পেইনে ফোটন পিকআপের গ্রাহক-গন ফ্রি সার্ভিসের পাশাপাশি ফ্রি চেকআপ ও স্পেয়ার পার্টসে ডিসকাউন্ট, ফ্রি অয়েল ফিল্টার ও ফুয়েল ফিল্টার, স্পেয়ার পার্টসে ১২% পর্যন্ত ছাড়, লুব্রিকেন্টসে ১০% ছাড়, বাম্পার-টু-বাম্পার ফ্রি চেকআপ সহ পেয়েছেন নানান সুবিধা।
ক্যাম্পেইনে এসিআই মটরস্ এর ডেপুটি ম্যানেজার (সার্ভিস এন্ড পার্টস) মোঃ ইরফান ইবনে নেওয়াজ, ডেপুটি ম্যানেজার (সার্ভিস) মোঃ ইলিয়াস, সিনিয়র এক্সিকিউটিভ (সার্ভিস এন্ড পার্টস) মোঃ মাহাবুবুল ইসলাম, সার্ভিস ইঞ্জিনিয়ার আলহাজ্ব উদ্দিন, স্থানীয় ডিলার মেসার্স রাহাত ট্রাক্টরের স্বত্বাধিকারী মোঃ রঞ্জু মিয়া, এসিআই মটরস এর এরিয়া ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম, এসিআই মটরস এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং অসংখ্য গ্রাহক ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।