কবিতা
কপাল পোড়া
মেকমিষ্টি
জীবনের উন্নতি তার আর হলো না,
শুরুতে শেষ হয়ে গেলো,
মাঝ বয়সে জীবনে ধাক্কা খেলো,
লেখাপড়া সম্পূর্ণ হলো না।
কর্ম যেনো দিল সারা,
তাই শুরু হলো কাজ করার পালা ,
লেখা পড়া আর হলো না ...........
জীবন শুরুতে হতে হলো বিবাহ বন্ধনে বাধা ।
বির্সজন দিতে হলো সব আশা,
আমি হত ভাগা কপাল পোড়া ,
শুরু হলো ছেকা খাওয়া,
নিজের ইচ্ছার প্রতি মূহুর্তে বাধা।
হাড়িয়ে গেলো আমার স্বাধীনতা ,
জীবনে এলো পরাধীনতা ,
ঈশ্বরের লিখনিতে ছিলো লিখা,
আমার কপালেই যত জ্বালা ।
জীনটা হয়ে উঠেছে প্রতিযোগিতা ,
কারন আমার কপাল পোড়া ,
মাঝ বয়সে সর্বহারা,
নেই শখ পূরনের ইচ্ছা।
নেই ভালো মন্ধ খাওয়ার চাহিদা ,
হয়ে আছি আমি সর্বহারা,
সবায় থাকতে ও আমি একা,
রক্তের বন্ধনে এটাই ছিলো খেলা।
ঈশ্বরের খাতায় আমারি কপাল পোড়া।।