হুমায়ুন ফরিদ,দোয়ারাবাজার প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি ও নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায়
রবিবার (২০ অক্টোবর) সকালে দোয়ারাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
নুর উদ্দিন আহমদ বিগত টানা দুইবার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত ইউপি চেয়ারম্যান।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য,গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ ৫-আসনের
সাবেক এমপি মুহিবুর রহমান মানিক, জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা মুকুটসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করা হয়। এ মামলায় সাবেক এমপি মুহিবুর রহমান মানিক জেল হাজতে আছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।