মোঃ সাকিল হোসাইন,জেলা প্রতিনিধি নাটোর:
নাটোরের বড়াইগ্রামে পিছন থেকে একটি পিকআপের ধাক্কায় যাত্রীবাহী বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন ।
শুক্রবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার ওসি ওসি মোঃ ইসমাঈল হোসেন বলেন, রাত ৯টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় মাছবাহী একটি পিকআপ ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (ন্যাশনাল ট্রাভেলস)কে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়।
এ সময় বাসের ভেতরে থাকা দু’জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।তিনি বলেন নিহতরা হলেন , ন্যাশনাল ট্রাভেলসের যাত্রী মো. শফিকুল ইসলাম এবং উৎসব দত্ত।
তবে দুর্ঘটনার পরেই পিকআপের চালক ও হেলপার পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে পিকআপটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান, নাটোর ঝলমলিয়া হাওয়া থানার ওসি মোঃ মাহবুবুর রহমান।