বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা “সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটি”-এর কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ফিতা কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সেতাবগঞ্জ টিএন্ডটি রোডস্থ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক ও যুগবার্তার বোচাগঞ্জ উপজেলা প্রতিনিধি আহসানুল মতিন নান্নু।
উদ্বোধনী বক্তব্য রাখেন দৈনিক তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার ও সাহসী সাংবাদিক সম্মাননায় ভূষিত মুজিবুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলার কৃতী সন্তান ও দৈনিক মানবজীবনের স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান মিলু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বোচাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সফিকুল আলম, সেতাবগঞ্জ পৌর জামায়াতের আমীর মাসুম বিল্লাহ, খেলাফত মজলিস বোচাগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল ওয়াহিদ শাহ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) বোচাগঞ্জ উপজেলা সভাপতি আজিজুল হক চৌধুরী, ছাত্রদল বোচাগঞ্জ উপজেলা সভাপতি রিয়াদ হাসান চৌধুরী এবং ছাত্রশিবির বোচাগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল মুহাইমিনুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি ও দৈনিক আমার দেশের বোচাগঞ্জ উপজেলা প্রতিনিধি আবুল ওহাব, সাংগঠনিক সম্পাদক ও নিউজ টুয়েন্টি ওয়ান বাংলা টেলিভিশনের বোচাগঞ্জ উপজেলা প্রতিনিধি লিখন বণিক শুভ, অর্থ সম্পাদক ও মানবজমিনের বোচাগঞ্জ উপজেলা প্রতিনিধি ওমর ফারুক এবং সদস্য আসাদ আলী।
বক্তারা বলেন, একটি দায়িত্বশীল ও শক্তিশালী সাংবাদিক সংগঠন গড়ে উঠলে এলাকার সত্য, ন্যায় ও জনস্বার্থভিত্তিক সংবাদ পরিবেশন আরও কার্যকর হবে। তারা সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।